চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৩ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তানভীর হাসান চৌধুরী বলেন, উপজেলা সদরের টিটি মেডিসিন, দত্ত ফার্মেসি ও আর রাহমান ড্রাগ হাউসে কোনো ফার্মাসিস্ট ছিল না। এসব ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রি ও নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ না রেখে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেক ফার্মেসিকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply