নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মামুনুর রশীদ কিরণ বলেছেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারী, অনুপ্রবেশকারী যারা দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম চালিয়ে আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করছে তাদের এবং প্রশ্রয়দাতাদের যে কোন মূল্যে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় সমাজ কুলশিত হয়ে পড়বে।
তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ আওয়ামীলীগ বেগমগঞ্জ শাখা আয়োজিত গৃহবধুকে বিবস্ত্র ও নির্যাতনের প্রতিবাদে গ্লোব ডেইরী মিল্ক অফিসে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম, সম্ভাব্য বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাখাওয়াত হোসেন আজিম, মাষ্টার নুরুল ইসলাম, মাষ্টার ইসমাঈল হোসেন, কাউন্সিলর সাহাব উল্যাহ কাজল, শামছু উদ্দিন, এ্যাড. আক্তারুজ্জামান আনসারী প্রমুখ।
তিনি আরো বলেন, নির্যাতিতা মহিলা পরিবারের নিরাপত্তাসহ সবকিছুর দায়-দায়িত্ব আওয়ামীলীগ নিবে। তার আইনী সহায়তা করার জন্য দলীয় আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্যাতনকারী দেলোয়ার, বাদল, রহিম, রহমত উল্যাহ, সাজু, অপরাধীদের সহযোগীতাকারী সোহাগ মেম্বারের সাথে যেই জড়িতদেরকে ধরতে সরকারী বেসরকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
এদিকে আওয়ামীলীগ বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর কমিটির উদ্যোগে চৌরাস্তায় পৃথক ভাবে মানব বন্ধন করে ধর্ষণকারী অপরাধীদের ফাঁসির দাবীতে ২ ঘন্টা রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে অপরাধীদের শাস্তির আশ্বাস সড়ক অবরোধ তুলে নেয়।
Leave a Reply