অভিনয়ের সুযোগ দেবেন, বিনিময়ে পরিচালকের সঙ্গে….
‘মিটু’-ঝড় ঝিমিয়ে পড়ার পর আবারও এক পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন ভারতীয় মডেল পাওলা। যে পরিচালকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তার নাম সাজিদ খান। এর আগেও ফারাহ খানের ভাই সাজিদ খানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন বিপাশা বসু, দিয়া মির্জা ও লারা দত্ত।
সম্প্রতি অভিযোগ জানিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পাওলা। তাতে তিনি জানিয়েছেন, ১৭ বছর বয়সে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন সাজিদ খান। ‘হাউসফুল’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার নামে আমাকে নগ্ন হতে বলেছিলেন পরিচালক। এমনকি জোর করে ছোঁয়ারও চেষ্টা করেছিলেন।
কিন্তু এত দেরিতে অভিযোগ কেন? এ প্রসঙ্গে পাওলা জানান, তাঁর কোনো গডফাদার ছিল না। মা-বাবার দায়িত্ব কাঁধে ছিল। তাদের জন্য আয় করতে হত। এখন নিজের জন্য আয় করেন। তাই কাজ হারানোর ভয় আর এখন নেই তার। সত্যি প্রকাশ করার বাসনা রয়েছে যেন সাজিদের মতো মানুষদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়। সেই কারণেই এতদিন পর মুখ খুলেছেন পাওলা। সূত্র : দ্য ওয়াল।
Leave a Reply