অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৯ ডিসেম্বর ব্যারিষ্টার মওদুদ আহমেদ অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন। তিনি ডা. প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন। মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ তিনি।
ভর্তি হবার পর দু’বার কোভিড-১৯ পরিক্ষা করা হয়েছে। করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।
তিনি আরও জানান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতৃবৃন্দেরা খোঁজ খবর রেখেছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রেখেছেন ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
Leave a Reply