বগুড়া জেলার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শনিবার শেরপুর থানায় মামলা করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আব্দুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সাইফুল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন।
এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যান।
Leave a Reply