অস্ত্র ও বিস্ফোরক মামলায় অভিযোগ গঠনের জন্য রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের শুনানির দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার।
বুধবার সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তাকে হাজির করলে আসামি পক্ষের আইনজীবী শুনানির সময় বাড়ানোর আবেদন করে। পরে আদালত আগামীকাল শুনানির দিন ধার্য করেন। পরে তাকে আবারো সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর সময় কোমরপুর বেইলি ব্রিজের নীচ থেকে র্যাব-৬ এর সদস্যরা সাহেদকে আটক করে।
এ সময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় শাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন।
Leave a Reply