আওয়ালীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্ণচোরা বলতে যা বোঝায় সেটা তারা । কারণ তারা আওয়ামীলীগ মুখে বলেন এক কথা কাজ করেন আরেক টা। গণতন্ত্রের কথা বলেন আর গণতন্ত্রকে ধংস করেন। আওয়ামীলীগ জনগনের গণতান্ত্রিক অধিকার হরন করে পুরোপুরী বর্ণচোরায় পরিনত হয়েছে। যখন জনগনের সম্মুখিন হতে পাড়ে না যখন গণতন্ত্রকে তারা ভয় পায় ,অবাধ সুষ্ট নির্বাচনকে ভয় পায় তখন মামলা মকাদ্দমা দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চায়। আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে এ দেশে গণতন্ত্রকে হত্যা করছে। তিনি বুধবার (৯ ডিসেম্বর ) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্ব নিজ বাস ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন,সহ-সভাপতি আব্দুল্লাহ আল
মামুন, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ছাত্র দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রেজু প্রমুখ।
Leave a Reply