রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় গলায় ফাঁস দেওয়া রুমানা ইয়াসমিন (৩০) নামে এক আনসার কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৩৭ তম বিবিএসের এক নারী আনসার কর্মকর্তা।
রুমানা ইয়াসমিন বগুড়া জেলার কাহালু উপজেলার মোহাম্মদ নুরুন্নবী মেয়ে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মু. হেলাল উদ্দিন জানান, রুমানা গাজীপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।
তিনি আরেও জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানায়। এরপর বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply