ভারতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভে দেশটির রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। দিল্লির উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা লাখো কৃষক। খবর বিসিবি।
কৃষকরা তাদের ট্রাক্টর ও ট্রলিতে বেশ কয়েক মাসের রেশন নিয়ে হাজির হয়েছেন তারা। খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে শীতের রাত কাটানোর প্রস্তুতি নিয়েই দিল্লির পথ ধরেন তারা। এখন রাজধানীর ‘লাইফলাইন’ জাতীয় সড়ক ৪৪ কার্যত তাদেরই দখলে।
দিল্লির বুকে অবস্থানরত এসব কৃষক বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের দেওয়া আগাম আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা তুমুল আন্দোলন শুরু করেছেন।
দিল্লি আসতে নানা বাধাও পেতে হয় তাদের। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অনেক কৃষক। রাস্তা কেটে দেয়া হলে মাটি ভরাট করে ট্রাক্টর দিয়ে সামনে এগোন তারা।
Leave a Reply