যৌবনে যারা শ্রম দিয়ে পরিবার ও দেশের জন্য উন্নয়ন করছেন সেই প্রবীণদের জন্য শুভ কামনা।
আজ সোমবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণের সেবায় নতুন মাত্রা’ স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জাতিসংঘ ঘোষিত এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘মানবাধিকার প্রতিষ্ঠায়-প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’।
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি পালন করে। এবার করোনা সংক্রমণের কারণে কোনো ধরনের কর্মসূচির আয়োজন নেই বলে জানান, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় এক কোটি ৩০ লাখ প্রবীণ বা সিনিয়র সিটিজেন রয়েছেন। আগামী ২০২৫ সাল নাগাদ দেশে প্রবীণদের সংখ্যা হবে প্রায় এক কোটি ৮০ লাখ। ২০৫০ সালে এই সংখ্যা সাড়ে চার কোটি এবং ২০৬১ সালে সাড়ে পাঁচ কোটি হবে।
Leave a Reply