অবশেষে নানা আপত্তি ও হট্টগোলোর মধ্যেই ভারতের কর্ণাটক বিধানসভায় পাস হয়েছে বিতর্কিত গরু জবাইবিরোধী প্রস্তাব। বুধবার রাজ্যটির বিধানসভায় এ প্রস্তাব পাস হয়। এ সময় প্রস্তাবের বিরোধিতা করে সভা বর্জন করে কংগ্রেস।
তাদের অভিযোগ প্রস্তাব উত্থাপনের বিষয়টি আগে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে আলোচনা হয়নি। গবাদিপশু জবাইরোধ এবং সুরক্ষা প্রস্তাব ২০২০-এ, কর্ণাটক রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে গরু চোরাচালান, অবৈধ পরিবহন, গরুর প্রতি নৃশংসতা এবং জবাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
এছাড়াও প্রস্তাবে শুধু গরু-বাছুর নয়, ১২ বছরের কম বয়সী মহিষ-মহিষের বাছুর রক্ষার বিষয়েও উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে। এদের সুরক্ষায় গোয়ালঘর কীভাবে তৈরি করতে হবে তারও ফিরিস্তি আছে সেখানে। গবাদিপশু রক্ষায় নিয়োজিতদের সুরক্ষার বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে। এখানেই শেষ নয়, বিষয়গুলো তদারকির জন্য পুলিশকেও ক্ষমতা দেয়া হয়েছে।
Leave a Reply