আফগানিস্তান উড়োজাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশসীমা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৬ আগস্ট) সকালে এমনটা জানার পরই আফগানিস্তানগামী নানা দেশের এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। এতে আটকেপড়া বিদেশিদের ফিরিয়ে আনার বিষয়টি পড়েছে অনিশ্চয়তায়।
এনডিটিভি জানাল ভারতীয় এয়ার ইন্ডিয়াকে এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। এতে করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কাবুলে আটকেপড়া ভারতীয়দের আনতে যেতে পারছে না।
এদিকে আফগান আকাশসীমা বন্ধের খবরে অনেক উড়োজাহাজকেই তাদের রুট বদলাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে রয়টার্সের খবরে। ইউনাইটেড এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকও তাদের আফগানিস্তান ফ্লাইট বাতিল করেছে।
এদিকে কাবুল বিমানবন্দরে চলছে দারুণ বিশৃঙ্খলা। আর সেটি এড়াতে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনী ফাঁকা গুলি চালিয়েছে বলে জানা গেছে। প্লেনে উঠার সময় হট্টগোল বেড়ে যায়, এ সময় ফাঁকা গুলি ছোড়েন মার্কিন সেনারা, এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি।
এদিকে বিমানবন্দরে আসা বিদেশি ও দেশ ছেড়ে চলে যেতে মরিয়া লোকজনও পার্ক করে রাখা উড়োজাহাজে উঠে পড়ছেন হুড়োহুড়ি করে।
Leave a Reply