দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে সকল ‘মুসিবত’ দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহবায়ক শামসুজ্জামান দুদু।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর এর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসএম জাহাঙ্গীর এর রাজধানীর উত্তরার বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের সবকিছু অকেজো হয়ে যাবে যদি আমরা জনগণকে জাগাতে না পারি। জনগণ সকল ক্ষমতার উৎস এই বিষয়টি জনগণের কাছে পরিষ্কার করতে হবে। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে তাদের বুঝাতে হবে। তাদের অধিকার আদায়ের জন্যই আমরা মাঠে নেমেছি অধিকার আদায় করেই ঘরে ফিরবো।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জনগণের স্বপক্ষে স্লোগান চাই। ঘরে ঘরে যেতে হবে। জনগণের সমস্যা নিয়ে আন্দোলন করতে নেমেছি জনগণের সাথে বিষয়গুলো পরিষ্কার করতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যবদ্ধ ছাড়া অবৈধ সরকার পতন করা সম্ভব না। তাই এই নির্বাচন এক পক্ষীয় সরকার পতনের উৎসে রুপান্তরিত করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, নাসির হায়দার, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মদ আনোয়ার দিপু হায়দার খান প্রমুখ।
Leave a Reply