মানুষের প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে মানব সেবা করার লক্ষ্যে রাজনীতির প্রতি গভীর অনুরাগী মো. আলা উদ্দিন সওদাগর।
তিনি চরক্লার্ক গ্রামের জাকার আহম্মদ ও হাজেরা খাতুনের দু’নয়নের আলো। তাদের ঘরে খুশির ঢেউ তুলে মো. আলা উদ্দিন ১/০১/১৯৮৮ সালে জন্ম গ্রহণ করেন।
সমাজবদ্ধ মানুষের নানাবিধ সামাজিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা অনেকে সে দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি আবার অনেকে উদাসিন থাকি। তবে মো. আলা উদ্দিন সওদাগর নিজ গুণে গুণান্বিত হয়ে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে সদা সজাগ থাকেন।
একজন সৎ ব্যবসায়ী হিসাবে মো. আলা উদ্দিন সওদাগর সু-পরিচিতি লাভ করেন। তিনি সততার মাধ্যমে ব্যবসা করে মানুষের আস্থা অর্জন করেছেন। ৩নং চরক্লার্র্ক ইউনিয়নের বাংলা বাজারে “বিসমিল্লাহ স্টোর” নামে তার ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকের ভালোবাসা পেয়ে উত্তরোত্তর সাফল্য লাভ করছে।
১১ এপ্রিল-২০২১ সালে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ৩নং চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ড হতে মেম্বার পদে মো. আলা উদ্দিন সওদাগর সম্ভাব্য প্রার্থী।
সাম্প্রতিক সময়ে “আমাদের মেঘনা”কে মো. আলা উদ্দিন সওদাগর বলেন, আমার ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই। আর আমি জয় লাভ করলে আমার ওয়ার্ড এর সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো।
Leave a Reply