প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন। তিনি আজ সেখানে বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা যায়।
সফরসূচি অনুযায়ী শুক্রবার (১১ মার্চ ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে এ সভা থেকে রাস আল খাইমায় ‘বঙ্গবন্ধু ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, দেশটির প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের কাজ শিগগির শুরু হবে। এ ভবনের অর্থায়ন করছে বাংলাদেশ সরকার।
শুক্রবার আবুধাবি থিয়েটার, দুবাই বাংলাদেশ কনস্যুলেট ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজ থেকে অতিথিরা ভার্চুয়াল সভা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
Leave a Reply