দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বইছে। মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ আরো দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিন দিন এই পরিস্থিতি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
Leave a Reply