চাঁদার টাকা না পেয়ে ইটভাটায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ’র মামলায় পটুয়াখালীর ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ’র সভাপতি আলতাফ হাওলাদারসহ ২২ জনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর দ্রুতবিচার ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মো. আমিরুল ইসলাম আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে চেয়ারম্যান আলতাফ হাওলাদার সহ অন্য আসামীরা উচ্চ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন লাভ করেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমীন হাওলাদার জানান, চেয়ারম্যান আলতাফ হাওলাদার ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাংগা গ্রামের গাজী ইটভাটায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে দলবল নিয়ে হামলা চালান। এ সময় তারা ইটভাটার অফিস ঘরের আলমারিতে ইট বিক্রির নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে ৩৫ লাখ টাকার সম্পদের ক্ষতি করেন। ভাটামালিক শহীদ গাজী ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান আলতাফ হাওলাদারসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়াও ইটভাটার ইট পরিবহনের কাজে জড়িত মরিচবুনিয়া ইউনিয়নের মো. শাহাবুদ্দিন মোল্লার দুটি আইশার কোম্পানির ট্রাক্টরসহ ট্রলি পুড়িয়ে দেন আলতাফ হাওলাদরসহ তার দলবল।এতে তার ৩১ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। ট্রাক্টর মালিক মো. শাহাবুদ্দিন মোল্লা চেয়ারম্যান আলতাফ হাওলাদারসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে আদালতে পৃথক মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পটুয়াখালী সদর থানা উভয় মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়।
Leave a Reply