সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাটুরিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সাটুরিয়া বাজারের সবজি ব্যবসায়ী মনির হোসেন, হাবিব রহমান ও হৃদয় সাহা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেওয়ায় ওই তিনজন ব্যবসায়ীর মধ্যে মনির হোসেনকে পাঁচ হাজার, হাবিব রহমান ও হৃদয় সাহাকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply