বরগুনায় দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলার রায় আগামীকাল বুধবার। প্রায় ১৫ মাসের মাথায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ায় সন্তুষ্ট রিফাতের পরিবার।
দোষিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে বিবাদী পক্ষ এবং মিন্নির আইনজীবীরা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
সিসি ক্যামেরায় ধরা পড়া বরগুনার রিফাত শরীফের মধ্যযুগীয় এই হত্যাকাণ্ড ২০১৯ সালে দেশের অন্যতম আলোচিত বিষয়। দিনের আলোতে rনিয়ে কয়েকজন মিলে কুপিয়ে মেরে ফেলে রিফাতকে।
দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যা মামলার বিচার কাজ শেষ। বুধবার রায় ঘোষণা করবেন আদালত। রায়ের তারিখ নির্ধারণ হওয়ায় খুশি রিফাতের স্বজনরা।
Leave a Reply