হে মহান স্বাধীনতা
-আল আমীন
২৫ মার্চের রক্তের বিনিময়ে
পেয়েছি হে মহান স্বাধীনতা!
তোমাকে আগলে রাখবো হৃদয়ে
ভূলুণ্ঠিত হতে দিব না মর্মতা।
স্বাধীন ভূমির একটি বালুকণাও
নিতে পারবে না কোনো দানব,
আমরা হলেম বীর বাঙালি সেনা
আমরাই লৌহ মানব।
তোমার এই সবুজ ভূখণ্ডে যেন
হে আমার প্রিয় জন্মভূমি,
যায় যাক জান তবুও দেশ প্রিয়
আমার রক্তের চেয়েও দামী।
হে মহান স্বাধীনতা! তুমি দিয়েছ স্বর্গের সুখ
একটি স্বাধীন ভূমি!
আমি নিঃশ্বাস ফেলি স্বাধীনভাবে
যেন মায়ের আঁচল এ জমি।
Leave a Reply