পানির পাম্প ছিদ্র হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উত্তর ও দক্ষিণ দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
শনিবার থেকে এই ইউনিট দুটি বন্ধ থাকলেও বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়নি। বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি আশুগঞ্জ লিমিটেডের কন্ট্রোল রুম সূত্র জানায়, শনিবার ভোরে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ও ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এর টারবাইন ঠান্ডা করার পানির পাম্পের মাটির নিচের অংশে লিকেজ দেখা দেয়। বিষয়টি জানার পর তা মেরামত করার জন্য দুটি ইউনিট বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। এই স্থানে সরকারি-বেসরকারি ১৫টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের ৩০ শতাংশের বেশি বিদ্যুতের চাহিদা পূরণ হয়।।
Leave a Reply