সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার গভীর রাতে আশুলিয়ার ইউনিক এলাকার আমেনা ম্যানশনে অবস্থিত জেএস এন্ড নীটওয়ার লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, গত কয়েকদিন আগে ইউনিক এলাকার জেএস এন্ড নীটওয়ার লিমিটেড কারখানায় চার শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। রোববার রাতে ছাটাইকৃত শ্রমিকদের পক্ষে বেতনের টাকা উদ্ধারের জন্য কারখানায় যান আশুলিয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুলহাস ও যুগ্ম-সম্পাদক মামুন।
এসময় তাদের কারখানায় ভিতরে আটকে রেখে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় কয়েকজন সন্ত্রাসী। তবে অল্পের জন্য কারখানাটির মালিক মনিরসহ অন্যরা রক্ষা পান।
পরে খবর পেয়ে আহত শ্রমিক নেতাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
Leave a Reply