সাভারের আশুলিয়ায় শিমলা আক্তার (১৮) নামের এক কিশোরী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ।
নিহত শিমলা আক্তার পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের শিমুল শেখের মেয়ে।
বুধবার রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকার ফকির মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর স্বামী আটক রিয়াজকে আদালতে পাঠিয়ে আশুলিয়া থানা পুলিশ।
নিহত গৃহবধুর পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে রাতে গৃহবধু শিমলা আক্তারকে শ^াসরোধ করে হত্যা করে স্বামী রিয়াজ। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, নিহত ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
Leave a Reply