সারাদেশে বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া । নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন । দলীয় মনোনয়ন প্রত্যাশীরা যে যার মত করে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । ইতোমধ্যে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করে প্রচার প্রচারণায় নিরলস সময় কাটাচ্ছেন । বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক প্রার্থী এই আসন থেকে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে । আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন এর নাম জোরে সোরে শোনা যাচ্ছে । অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, দৈনিক বিশ্ব মানচিত্র নামক একটি জাতীয় পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সিপিআরএস নামক একটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান । মহামারি করোনাকালীন সময়ে তিনি সিপিআরএস-এর বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে অসহায় ও বিপাকে পড়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন । এছাড়াও যে কোন উৎসব-পার্বন ও প্রাকৃতিক দুর্যোগে দেশের খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ তার নিয়মিত ও চলমান প্রক্রিয়া বলে জানা গেছে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, একটি নির্বাচনী আসনে এই দল থেকে একাধিক প্রার্থীর মনোনয়ন চাওয়া অস্বাভাবিক নয় । তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে । মনোনয়নের দৌড়ে বাদ পড়া প্রার্থীদের উচিত হবে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে সর্বাত্মক কাজ করা ।
Leave a Reply