বাংলাদেশ কৃষি প্রধান শেষ।এদেশের মাটি খুবই উর্বর যার কারণে সকল মৌসুমে ফসল উৎপাদন করা সম্ভব। বর্তমানে নিত্য পন্যের নাম লাগমহীন। নিজের পতিত জমিতে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে বাংলাদেশের অর্থনীতিকে আরো অগ্রসর করা যায়।
এই ব্যাপারে- সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন- আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি আমাদের চারপাশের সকলে কৃষির সাথে জড়িত।ঐ সুবাদে আমাদের পরিবারের লোকজন ও পতিত জমিতে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে একটি নিজের খাদ্য জোগান দিয়ে বাজারে বিক্রি করে অর্থনীতিতে ভুমিকা রাখছে। তাই আমাদের উচিত পতিত জমি খালি না রেখে সবজি চাষ করি বাংলাদেশের অর্থনীতিকে আরো অগ্রসর করি।
আমির হোসেন মেম্বার বলেন- শীত মৌসুমে নিজের আবাদ জমি খালি না রেখে যদি সবজি চাষবাদ করা হয় তাহলে একদিকে নিজেরা অর্থ আয় করবে অন্যদিকে বাংলাদেশ কৃষিতে অগ্রণী ভুমিকা রাখবে। আমাদের সাথে কথা হয় মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব অঞ্চলে সবজির আড়দের মালিক ইব্রাহিম খলিল মেম্বারের সাথে – তিনি জানান সবজি কিন্তু প্রতিটি মৌসুমে চাষ হয়।আর সবজি চাষে যদি একটু শ্রম ঘাম দিলে আয় করা যাবে অনেক টাকা। আমরা যারা আড়দের মালিক তারা জানে সবজির কেমন চাহিদা রয়েছে বাংলাদেশে।
তাছাড়া সবজির ক্রয়বিক্রয়ের ব্যাপারে সিরাজ উদ্দিন জানান- আমরা প্রতিটি মৌসুমে সবজি ক্রয় করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠায় বৈদেশিক মুদ্রা আর্জন করতে সক্ষম হয়। আমরা চাই আপনারা এই মৌসুমে আগাম সবজি চাষ করে নিজেরা সফল হন।
Leave a Reply