আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠনের উদ্যোগে রমজাননগরে মাংস বিতরণ করা হয় ৷ ১ জুলাই ২০২৩ তারিখ সকাল ১১ টার দিকে রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে ১১৫ জনের মাঝে মাংস বিতরণ করা হয় ৷
আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠনের অর্থায়নে ইফতেখার মামুদের মাধ্যমে আব্দুর রশিদের উপস্থিততে এ মাংস বিতরণ করা হয় ৷আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠনের সদস্যদের বিভিন্ন নামে এ কুরবানী করা হয়। মুসলিম জাতীর প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (স:),
শহীদ আলম, আইরিন পারভীন, দামির আহমেদ, সাজ্জাদ সারোয়ার, রহিমা খাতুন, শাহ মো: জাকির নামে গরুটি কুরবানি করা হয় ৷
কুরবানির মাংস পেয়ে খুশি আব্দুল আলিম বলেন, বর্তমানে পরিবারের সদস্যদের তুলনা অনুযায়ী এবার ঈদে মাংস খুবই কম পাওয়া গেছে ৷ এই মাংসটা পেয়ে আমরা খুবই খুশি ৷
মাংস গ্রহীতারা ইউএস বাংলা এসোসিয়েশন (আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠন)কে ধন্যবাদ জানিয়েছেন ৷
Leave a Reply