পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আদালত ও ডিসি অফিসের সন্মুখে মানব বন্ধন করা হয়েছে।
ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক জিপি ,সিনিয়র সদস্য এ্যাড.মতিউর রহমান সাহেবের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন সভাপতি মো: দেলোয়ার হোসেন, পিপি মো: আলাউদ্দীন খান, এ্যাড. কানাইলাল বিশ্বাস, এ্যাড. সাইদুর রহমান টিটো । এ সময়ে উপস্হিত ছিলেন জেলা বারের প্রায় ২৫০ জন আইনজীবী।
উক্ত মানব বন্ধনে এ্যাড, কানাইলাল বলেন, মতিউর রহমান একজন শফল রাজনীতিবীদ, শফল জেলা বারের এপিপি, শফল আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান, তার উপর এ ধরনের হামলা কোন ভাবেই বরদাস্ত করা যায় না। হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
এ্যাড. সাইদুর রহমান টিটো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় তার মনোনীত উপজেলা চেয়ারম্যান ও নেতা এমনকি জেলা বারের সিনিয়র আইনজীবী , বর্তমান আহবায়ক কমিটির সদস্য মতি ভাইয়ের উপর সন্ত্রাসী সজিব হত্যার হুমকি দিয়েছে ,তাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
গত ২৮শে ফেব্রুয়ারী রাত ০৮ টায় ইন্দুরকানী সরকারী বাসভবন থেকে ইন্দুরকানীর ইউ,এন,ও এর অসুস্হ্য শিশু পুত্রকে দেখার জন্য পিরোজপুর সদর হাসপাতালে রওয়ানা হলে উপজেলা গেটে হুমায়ুনের দোকানের সামনে গাড়ী থামিয়ে সজিব ও তার সাঙ্গরা কিল, ঘুষি ও সরকারী গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলে এবং চাঁদা দাবী করে । তাৎক্ষনিক এ খবর জেলা পুলিশ সুপার, জেলা প্রসাশক মহোদয়কে জানানো হয় ।
এখানে উল্লেখ্য,বখাটে ও সন্ত্রাসী সজিব মহুরী ইতোপূর্বেও উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল আজিজ হাওলাদার কে কুপিয়ে হাতের আঙ্গুলের কিছু অংশ ফেলে দেয় , ২নং পত্তাশী ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকেও ইউনিয়ন পরিষদের ভিতরে পিটিয়ে আহত করেছিলো ।
Leave a Reply