এবার হেরে যাওয়া ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে।
বুধবার থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি ও ৫০টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে বলে জানিয়েছেন ভয়েস অব আমেরিকা।
নতুন নিষেধাজ্ঞার শিকার খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশনটির নাম বনিয়াদ মোস্তাজাফান। যুক্তরাষ্ট্র বলছে, এ প্রতিষ্ঠানটি মূলত খামেনির নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দেয়।করেন।
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
Leave a Reply