ইরানের মিডিয়া পার্স টুডে জানিয়েছে, পর্যবেক্ষকরা বলছেন, এই নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার সঙ্গে ইরানের ব্যাংকগুলোর সরাসরি যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যাবে। ফলে ইরানের জনগণ আরো বেশি ভোগান্তির মুখে পড়বে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মানবিক বিষয়গুলো ছাড়া অন্যসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নতুন এ নিষেধাজ্ঞায় ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সামগ্রীসহ কোনো ধরনের পণ্যই ইরান বাইরে থেকে আমদানি করতে পারবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র আসলে ইরানের খাদ্য আমদানি ও করোনা চিকিত্সার অবশিষ্ট সুযোগও কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
Leave a Reply