হেফাজতে ইসলামের আরেক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তার নাম মাওলানা এহেতাসুমুল হক সাখী বিন জাকির। তিনি হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী কমিটির সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সেক্রেটারি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর আরমানীটোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালেই মানিকগঞ্জ থেকে হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিবকে গ্রেফতার করে র্যাব।
Leave a Reply