নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে সারা দেশে পৌরসভা ও মহানগরে বিএনপির মানববন্ধন কর্মসূচির তারিখ পেছালো। একদিন পিছিয়ে ১০ জানুয়ারীর পরিবর্তে মানববন্ধন কর্মসূচিটি ১১ জানুয়ারী পালন করবে দলটি।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে।
তবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচিটি অপরিবর্তিত থাকবে।
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
Leave a Reply