বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩৬) নামের এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়া কলাবাগান থেকে তাকে আটক করে।
আনোয়ার হোসেন শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক খোলাকাগজ পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি।
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে পন্ডিতপাড়া কলাবাগান এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
Leave a Reply