আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা সহ সর্বস্তরের জনগনকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আড়ানী পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশিদুজ্জামান লিটন
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন -ঈদুল আজহার বা(কোরবানির) মাধ্যমে মানুষের মনের পরীক্ষা হয়, কোরবানির রক্ত-গোশত কখনই আল্লাহর কাছে পৌঁছায় না। শুধু দেখা হয়, মানুষের হৃদয়কে। ঈদের মধ্যে আছে সাম্যের বাণী সহানুভূতিশীল হৃদয়ের পরিচয়। পরোপকারের ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয় মানুষের মন।
পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন, ‘কোরবানির জীবের রক্ত-গোশত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের খোদাভীতি ও আন্তরিকতা।’ (সুরা হজ : ৩৭)।
ঈদের দিনটি ধনী-গরিব, নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব।
তিনি আরো বলেন -আমাদের উচিত কোরবানির শিক্ষা গ্রহন করে নিজেকে অনুপ্রাণিত করা।
Leave a Reply