মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঋণের দায়ে ইনছান শেখ (৬০) নামে এক দিনমজুর গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইনছান শেখ পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত ইয়াজউদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা সূত্র জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফিরে ইনছান শেখ রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে স্থানীয় মুসল্লীরা ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত ইনছান শেখ ধার-দেনাসহ মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন। ঋণের দায় এবং মামলা-মোকদ্দমার চাপ সামলাতে না পেরে ইনছান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ পাঠানো হয়েছে।
Leave a Reply