সিলেটের এমসি কলেজে বেড়ানোর সময় স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
তবে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে অবধি এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকেই পলাতক ৯ আসামি। তাদের মধ্যে সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, অর্জুন লঙ্কর ও মাহফুজুর রহমান কলেজেরই শিক্ষার্থী। তারেক ও রবিউল বহিরাগত। এছাড়া অজ্ঞাত তিন আসামির মধ্যে রাজন নামে একজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় কাজ করছে কলেজ কর্তৃপক্ষ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। গতকালই সংগ্রহ করা হয়েছে ভিকটিমের নমুনা।
Leave a Reply