নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগমনে জেলা শহর মাইজদীর জেলা স্কুলে মাঠে আগামী কাল শনিবার ২২ জুলাই বিকাল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা করা হয়েছে।
সমাবেশ টি সফল করতে দ্বীপ উপজেলা হাতিয়া থেকে প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলী।
এর আগে গত ১৪ জুলাই হাতিয়া উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করেন মোহাম্মদ আলী। সভাতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং সুন্দর ভাবে শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে নির্দেশনা প্রধান করা হয়।
ইতিমধ্যে মোহাম্মদ আলী র নির্দেশনা মোতাবেক উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা ও বর্ধিত সভার আয়োজন করেন নেতাকর্মীরা।
উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ সহ দলীয় নেতাকর্মী রা এমপির নির্দেশনা মোতাবেক তাদের আলোচনা সভা ও বর্ধিত সভা সুন্দর ভাবে সম্পন্ন করছেন।এবং আগামীকাল সমাবেশের যোগদানের সকল ধরণের প্রস্তুতি গ্রহন করেছে।
Leave a Reply