কক্সবাজের চকরিয়া উপজেলার হার বাং ইউনিয়নে এক মাদক কারবারি পূর্ব পরিকল্পনা করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আঘাত করেছে সাংবাদিক ইউসুফ রুবেলের বয়স্ক মায়ের উপর। এই বিষয়ে গত কাল চকোরিয়া থানায় অভিযোগ করে ইউসুফ রুবেল। হার বাং এর চিহ্নিত মাদক কারবারি দেলোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে থানায়, তার মাদক কারবারের গুপন রহস্য উদঘাটন করতে বিগত সময়ে গুপনে চেষ্টা চালিয়ে যান ইউসুফ রুবেল, এই বিষয় জান্তে পেরে রুবেলের উপর ক্ষিপ্ত হয় মাদক কারবারি দেলোয়ার হোসেন। শুক্রবার রাতে ইউসুফ রুবেল ও তার বয়স্ক মা বাড়ি থেকে কাজে বের হলে ঐ সময় হঠাৎ অতর্কিত ভাবে হামলা চালায় মাদক কারবারি দেলোয়ার হোসেন সহ তার বাহিনীর লোকজন, এতে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায় সাংবাদিক ইউসুফ রুবেল এর মা,স্হানীয়দের সহযোগিতায় ইউসুফ রুবেল এর মাকে হারবাং একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষনাৎ চকরিয়া হাসপাতালে রেফার করে। বর্তমানে ইউসুফ রুবেলের মা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হামলার পর পর মোটোফোনে ইউসুফ রুবেল কে মেরেফেলার হুমকিও দেন মাদক কারবারি দেলোয়ার হোসেন। মায়ের উপর হামলা ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করে, সন্ত্রাসী মাদক কারবারি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেন ইউসুফ রুবেল। অভিযোগের কপি হার বাং পুলিশ ফাঁড়িরতে পৌঁছানো হয়েছে বলে জানাগেছে। এবিষয়ে জান্তে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে মোটোফোনে কল দেয়া হলে, তিনি ঘটনার বিষয়ে অবগত আছে বলে জানান এবং এই ঘটনা তদন্ত করে ব্যবস্তা নেবেন বলেও জানিয়েছে। চিহ্নিত মাদক কারবারি দেলোয়ার হোসেন হার বাং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গায়না কাটা মৃত নুর আহমদ ও নুর জাহানের ছেলে বলে জানাগেছে।
Leave a Reply