কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোটেলের রেজিস্টার অনুযায়ী বরগুনা জেলার খাইরুল ইসলাম পলাশের মেয়ে নাম সাথী আক্তার (১৯)।
হোটেলে দেয়া তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়। স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় নি। ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত।
Leave a Reply