কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১৫ টি মোবাইল সেট, বিপুল সংখ্যক সীম এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল ৩ টার দিকে কলাতলী আলফা ইয়েব নামের একটি আবাসিক ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
এতে আটকরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজী নগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের পুত্র মো. হান্নান, মাদারিপুর জেলার রার্জের উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের পুত্র আজিজুল মাতব্বর।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, সরকারের গুরুত্বপূর্ণ কর্র্মকর্তার পরিচয় দিয়ে চক্রটি নানা কৌশলে বিকাশে টাকা আদায় করে থাকবে। বিভিন্ন কৌশলে তাদের আটক করা সম্ভব হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হবে।
Leave a Reply