এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধ ও বৃহস্পতিবারের দুই দফা করোনা টেস্টে পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।
বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে ওনার পজেটিভ এসেছিল। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়৷ শুক্রবার তার রেজাল্ট পজেটিভ আসে।
ব্যক্তিগত সহকারী বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্য কোনো উপসর্গ নাই। তিনি হোম আইসোলেশনে আছেন।
Leave a Reply