করোনা মহামারিতে রীতিমতো কাঁপছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত কয়েকদিন ধরেই বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে যাচ্ছিল এবং প্রতিদিনই আক্রান্তে নতুন রেকর্ড হচ্ছিল।
এবার প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্ত আড়াই লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গতকাল রবিবারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জনে।
সোমবার (১৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ১ হাজার ৬১৯ জনের মৃত্যু হয়েছে। যা করোনা মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জনের।
সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ১৩ জন। সোমবার পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৪ হাজার ১৭৮ জন সুস্থ হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ভারত মৃত্যুতে রয়েছে চতুর্থ অবস্থানে।
ভারতের তিন রাজ্য— মহারাষ্ট্র, পাঞ্জাব ও ছত্তিশগড়ে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মহারাষ্ট্রে ইতোমধ্যেই ১৫ দিনের কারফিউ জারি হয়েছে।
Leave a Reply