চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আফতাবুর রহমান শাহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী।
শাহীনের ছোট ভাই মোহাম্মদ এরশাদ বলেন, আমার ভাই করোনায় আক্রান্ত ছিলেন। প্রথমে চট্টগ্রামে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়া হয়।
এদিকে আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এক শোকবার্তায় তিনি আফতাবুর রহমান শাহীনের মুত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও তার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীন দরবারে প্রার্থনা করেন।
Leave a Reply