করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সভাপতি মুজাহিদুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ বলেন, গতকাল তার কোভিড টেস্ট করানো হয়। গতকালই রিপোর্ট আসে। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করানো হয়।
সিপিবির দপ্তর থেকে জানানো হয়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাম এই রাজনীতিকের বয়স ৭২ বছর। ২০১২ সাল থেকে তিনি সিপিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়ন করতেন এবং দলটির সভাপতি ছিলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম।
Leave a Reply