করোনা থেকে মুক্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর করোনা মুক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের এই গুণী নেতা। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন তার সরকারি বাসভবনের ব্যক্তিগত সহকারী জ্যোতিষ চন্দ্র রায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার কথা জানতে জ্যোতিষ চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন। এছাড়া গত পরশু (সোমবার) তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে বলে তিনি নিশ্চিত করেছেন। ঠিক কবে দ্বিতীয় দফায় মন্ত্রী করোনা টেস্ট করিয়েছিলেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেন নি তিনি।
Leave a Reply