করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোভিড-১৯ আমাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা এখন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি। আর এ জন্যই বাংলাদেশে কোভিড-১৯ বেশি প্রভাব ফেলেনি।
সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের তৈরি মাস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এক সময় ওষুধ রফতানি করা আমাদের জন্য কল্পনার বাইরে ছিল, কিন্তু আজ আমরা সফল হয়েছি। আমাদের দেশের তৈরি মেডিকেল সরঞ্জাম পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে।
মহামারি পরিস্থিতিতে কেএন-৯৫ মাস্ক বাজারে আনার জন্য জেএমআইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে অনেক দেশ এ ধরনের মাস্ক তৈরি করছে। এখন আমাদের দেশীয় প্রতিষ্ঠানও এটি বাজারে এনেছে।
জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, আমাদের মেট্রোরেল তৈরির কাজ জাপানের সহায়তায় এগিয়ে চলছে। জাপান সরকার সব সময় আমাদের সহায়তা করেছে। এখন তারা বাংলাদেশের স্বাস্থ্য এবং বিভিন্ন প্রযুক্তি খাতেও এগিয়ে এসেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।
Leave a Reply