ফ্রান্সে করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে
ফ্রান্সে দ্রুত করোনার বিস্তার ঠেকাতে প্যারিসসহ আট শহরে রাতে কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শনিবার থেকে এ নিয়ম চালু হবে। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। টানা চার সপ্তাহ এ নিয়ম জারি থাকবে।
ফ্রান্সে জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে ফ্রান্সের মতোই সতর্ক ব্যবস্থা নিয়েছে জার্মানি। দেশটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পানশালা ও রেস্তোরাঁ দ্রুত বন্ধ করতে হবে।
গত এপ্রিল মাসের পর জার্মানিতে এক দিনে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বুধবার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আরও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন। যেসব এলাকায় ১ লাখে ৫০ জনের বেশি শনাক্ত রয়েছেন, সেখানে দ্রুত পানশালা ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে। ব্যক্তিগত জমায়েতের ক্ষেত্রেও ১০ জনের বেশি একত্র হওয়া যাবে না।
Leave a Reply