সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার পর তার ফলাফল নেগেটিভ এসেছে।
জানা গেছে, ১০ সেপ্টেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১২ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পর আজ মঙ্গলবার সকালে মেয়র আরিফ নমুনা পরীক্ষার জন্য জমা দেন। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার রাতে পরীক্ষার পর ফলাফল এসেছে নেগেটিভ। অর্থাৎ তিনি এখন সম্পূর্ণ করোনামুক্ত।
এদিকে মেয়র আরিফ মহামারী করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি সিলেটের মানুষের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। এক প্রতিক্রিয়ায় মেয়র আরিফ বলেন, সিলেটের মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি। আমার এই বিপদের সময় মানুষ যেভাবে খোঁজখবর নিয়েছেন তা ভুলার নয়।
Leave a Reply