জরুরী মুহুর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে নাটোরে জেলা পুলিশের সকল ইউনিটে অক্সিজেন সিলিন্ডার এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ০৬ মার্চ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনাইটেড প্রেসক্লাব, নাটোর প্রেসক্লাব এবং ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর সার্কেল মো: মোহসিন সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। কোন করোনা আক্রান্ত পুলিশ সদস্যের জরুরী মুহুর্তে অক্সিজেনের প্রয়োজন হলে প্রাথমিক ভাবে যাতে থানাতেই অক্সিজেন দেওয়া যায়, সে লক্ষেই অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
Leave a Reply