রাজধানীর কলাবাগানে ও লেভেলের এক ছাত্রীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে চার সহপাঠীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) বিকেলে কলাবাগান ডলফিন গলিতে এই ঘটনা ঘটে।
স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ, গ্রুপ স্টাডির কথা বলে দুপুরে তার মেয়েকে ডেকে নিয়ে যায় এক সহপাঠী। পরে তাকে এক বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার।
প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত সন্দেহে চার সহপাঠীকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্বজনেরা।
Leave a Reply