শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । দিনাজপুর জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি।
শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, উপজেলা পর্যায়ে দিনাজপুরের বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শেখ রাসেল ল্যাব হিসেবে ১ম স্থান অর্জন করেন, এছাড়াও জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন। জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সুনাম অর্জন করায় বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় সংসদ এর হুইপ মোঃ ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রতকুমার ডলার, এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply